ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর তথ্য-প্রযুক্তির সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার মানসে দেশের প্রথম ” ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট প্রকল্প “ চালু করেছে জেনে আমি আনন্দিত । সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের অন্যতম অঙ্গীকার ছিল সেবা খাতে ডিজিটাইজেশন । এই প্রকল্পটি গ্রহণ ও যথাযথ ব্যবহারের ফলে সিটি কর্পো রেশনের হোল্ডিং ট্যাক্সদাতাগণ ঘরে বসেই তার মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে হোল্ডিং তথ্য ও ডিজিটাল নাম্বারর প্লেট সম্পর্কে জানতে পারবেন পারবেন । শুধু তাই নয় সিটি কর্পোকরেশন কর্তৃপক্ষ এ অনলাইন প্লাটফরম থেকে নাগরিকদের বিভিন্ন সেবা কার্যক্রম এসএমএস এর মাধ্যমে অবগত করতে পারবেন । সেবা প্রত্যাশী নাগরিকগণ সরাসরি এর সুফল পাবেন । কাজেই সিটি কর্পোরেশনের নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে সেতুবন্ধনের ভিত আরো মজবুত হবে বলে প্রত্যাশা করি।তাই এই অনলাইন বেইজ এপ্লিকেশনটি সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য যারা কাজ করছেন এবং যে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা “ ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট প্রকল্প” টি গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করছেন তাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিশেষে এই প্রয়াসের সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।